Ad

আবারও জুটি বাঁধলেন শাকিব-শ্রাবন্তী

দুই বাংলার জনপ্রিয় তারকা শাকিব খান আর শ্রাবন্তী প্রথম জুটি বাধেন যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’তে।
কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করার প্রস্তাব পেলেও পছন্দ হয়নি গল্প কিংবা নির্মাতা। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। 
 
 
 
আবার দেখা যাবে এই জুটিকে। শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘বয়ফ্রেন্ড’ ছবিতে ফের কাজ করতে যাচ্ছেন তাঁরা। জানুয়ারি থেকেই শুটিং বলে জানালেন পরিচালক উত্তম আকাশ।

শাকিব খান জানিয়েছেন, ‘শ্রাবন্তীর সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছিলাম। প্রযোজক যখন প্রস্তাব দিলেন তখন আমি নিজে থেকে যোগাযোগ করলাম শ্রাবন্তীর সঙ্গে। সেও কোনো কথা না বাড়িয়ে আমার সঙ্গে কাজ করতে রাজি হয়ে গেল ‘
 
'শুধু তাই নয়, আমার জন্য অলিখিত শিডিউল দিয়েছে শ্রাবন্তী। যতদিন লাগে শুটিং করতে তাঁর কোনো আপত্তি নেই। শ্রাবন্তীর এমন ব্যবহারে আমি দারুণ খুশি। আশা করছি আগের মত এবারও আমাদের জুটিকে দর্শক পছন্দ করবেন’ যোগ করেন শাকিব।

Comments

Top New Post

রেসমি এলনের লাইভের ভিডিও দেখুন

New

Rasmi Alon fb live